শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আজাদের নতুন কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

দেশের অন্যতম প্রাচীন ক্রীড়া সংগঠন আজাদ স্পোর্টিং ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে। গতকাল বিকালে মতিঝিলস্থ ক্লাব প্যাভিলিয়নে সভা শেষে এনায়েত হোসেন সিরাজকে চেয়ারম্যান এবং এসএমএ মান্নানকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যে কমিটির প্রধান কাজ হবে আজাদ স্পোর্টিং ক্লাবকে লিমিটেড কোম্পানীতে রূপান্তরিত করা। এছাড়া পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে এই সভায়। যে কমিটিতে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মোজাফফর হোসেন পল্টুর মতো সংগঠকরা রয়েছেন। এসএমএ মান্নান বলেন, ‘ক্লাবকে লিমিটেড কোম্পানীতে রূপান্তর করার জন্য ত্রি-বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এখন আমরা গঠনতন্ত্র তৈরী করে লিমিটেড কোম্পানী করার জন্য কাজ শুরু করবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন