শীতকালীন অলিম্পিকে শীত থাকবে এটাই স্বাভাবিক। শুভ্র বরফে উত্তাপ ছড়িয়ে সেই শীতেই উষ্ণতার ছোঁয়া খুঁজে নিবেন অ্যাথলেট থেকে শুরু করে দর্শকরাও। তবে এবার যেন শীতটাই গলার কাঁটায় পরিণত হয়েছে বেইজিং অলিম্পিকের। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। গতকাল সেটি পৌঁছে গেছে (-২২) মাইনাস বাইশ ড্রিগ্রিতে! আর তাতে বাধাগ্রস্থ হয়েছে আলপাইন স্কির মতো দর্শকমাতানো ইভেন্ট। সেই ফাঁকে গতকাল ইয়ানকিংয়ের জাতীয় আলপাইন স্কিয়িং সেন্টারে ভলান্টিয়ারদেরও দেখা গেছে মেতে আছেন নিজেদের খেলায়। ট্র্যাকের তুষার জমিয়ে একজন বানাচ্ছিলেন স্নোম্যান, অপরজন বেলচায় তুষারকুচি ছুড়ে মারছেন আরেকজনের দিকে।
পদক তালিকার শীর্ষ ১০
দেশ স্বর্ণ রৌপ্য তাম্র মোট
নরওয়ে ৯ ৮ ৭ ২১
জার্মানি ৮ ৫ ১ ১৪
নেদারল্যান্ডস ৬ ৪ ২ ১২
যুক্তরাষ্ট্র ৫ ৫ ১ ১১
সুইডেন ৫ ৩ ৩ ১১
অস্ট্রিয়া ৪ ৬ ৪ ১৪
আরওসি* ৪ ৫ ৭ ১৬
চীন ৪ ৩ ২ ৯
সুইজারল্যান্ড ৩ ০ ৫ ৮
ফ্রান্স ২ ৬ ২ ১০
*রাশিয়ান অলিম্পিক কমিটি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন