শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএল ধারাভাষ্যে চমক দিলেন তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৩ পিএম

সেরা দল নিয়েও বিপিএলের প্লে-অফের আগেই বিদায় নিয়েছেন তামিম ইকবালের ঢাকা। দল বিদায় নিলেও বিপিএল মাঠে ঠিকই দেখা গেল তামিমকে। তবে ব্যাট হাতে নয়, ভিন্ন ও নতুন ভূমিকায় সোমবার মিরপুরে উপস্থিত হয়েছিলেন তামিম। ধারাভাষ্যে অভিষেক হয়ে গেল বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের। বিপিএলের এলিমিনেটর ম্যাচে (চট্টগ্রাম-খুলনার) টিভি সম্প্রচারে চমক হয়ে এলো তামিম ইকবালের ধারাভাষ্য।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিপক্ষে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের রান তাড়ায় ষষ্ঠ ওভারে ধারাভাষ্যে আসেন তামিম। তাকে স্বাগত জানান আরেক ধারাভাষ্যকার ও জিম্বাবুয়ের সাবেক পেসার এড রাইন্সফোর্ড। প্রথম ধারাভাষ্য দিতে এসে তামিম স্মৃতির ডানায় ফিরে যান তার অভিষেক ম্যাচে।

ধারাভাষ্যে দেয়ার পর তামিম সাংবাদিকদের নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন,‘এই প্রথম ধারাভাষ্য দিচ্ছি। ম্যাচের প্রথম বলটি খেলার মতো একটু নার্ভাস লাগছে। অভিষেক ম্যাচে প্রথম বলটি আমার ব্যাটের কানায় লেগেছিল, স্লিপে ভুসি সিবান্দা ক্যাচ ছেড়েছিলেন। এখনও একটু নার্ভাস লাগছে।’

এছাড়া প্রথমবার ধারাভাষ্যের অনুভূতি নিয়ে তামিম আরও বলেন,‘আমি এমনিই বোর্ডে আসছিলাম, মিটিং ছিল। শেষ পাকিস্তান সিরিজেও বলা হয়েছিল, তবে করা হয়নি (ধারাভাষ্য)। এবার একটু চেষ্টা করে দেখলাম, কেমন লাগে। আমি তো আসলে কমেন্ট্রি করিনি বলতে গেলে, নিজেকে নিয়েই কথা বলছিলাম, খেলা নিয়ে টুকটাক বলেছি। ইন্টারেস্টিং ব্যাপার। হয়তো ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে। এ মুহুর্তে চিন্তা-ভাবনা নাই (ধারাভাষ্যকার হওয়ার)।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন