শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বীরেন শিকদারের দফতরে ফিফা প্রতিনিধিদল

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চার সদস্যের প্রতিনিধিদল গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদে এই সাক্ষাৎকার পর্ব শেষে বীরেন শিকদার মিডিয়াকে বলেন, ‘আমাদের সরকার ফুটবল উন্নয়নে নানা রকম কাজ করে যাচ্ছে। আমি বিষয়গুলো ফিফা প্রতিনিধিদলকে জানিয়েছি। সাথে সাথে এটিও বলেছি যে, ডিএফএ ও ডিএসএ বা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাঝে যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে, সেটি আমাদেরও কাম্য নয়। ডিএফএ জাতীয় ক্রীড়া পরিষদের নিবন্ধিত সংস্থা নয়, এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনস্থ সংস্থা। তবু আমরা সরকারের মাঠ ও স্থাপনাসমূহ ব্যবহারের জন্য তাদের বরাদ্দ দিয়ে থাকি। সরকারের সহযোগিতা ছাড়া বাফুফের পক্ষে একা ফুটবল উন্নয়নের কাজ করা সম্ভব নয়। তাই সরকারের অংশীদারিত্ব কতটুকু হতে পারে তা ভাববার কথা বলেছি।’ তিনি আরো বলেন, ‘ফুটবল উন্নয়নে আমাদের সরকার যে সব সময় তৈরি, তার নিশ্চয়তা দিয়েছি ফিফা প্রতিনিধিদলকে। আমরা সারাদেশে যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি পরিচালনা করছি সেটাও জানিয়েছি তাদের।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন