শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাজশাহী কিংসে রকস্টার!

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ক্রিকেটে ট্রফি উৎসবে গ্যাংনাম ড্যান্স প্রবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ বিনোদন দিয়েছে ২০১২ সালে টি-২০ বিশ্বকাপে। ক্রিকেটে ক্যালিপসো সুর বাজানোর অতীতটাও জানিয়ে দিয়েছে তারা। এবার এক ক্যারিবিয়ান রক স্টার গায়ক পেয়ে গেছে রাজশাহী কিংস। রকস্টারের নাম কেসরিক উইলিয়ামস। পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচ ১৫ রানে শিকার করেছেন ২ উইকেট। ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপের ট্রফি জিতে প্রেমাদাসা ও ইডেন গার্ডেনসে বিনোদন দেয়া স্যামিকে টপকে ড্রেসিংরুমে ভিন্ন এক বিনোদন পাবে টিমমেটরা এই রকস্টারে, তা জানিয়ে দিয়েছেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামীÑ ‘আমাদের ড্রেসিং রুমে ইতোমধ্যে এক রকস্টার আছেন। কেসরিক উইলিয়ামসের উদযাপন দেখেছেন? ‘উইলিয়ামসের নিজস্বতা আছে, উদযাপনের নিজস্ব ধরন আছে। টি-টোয়েন্টি মানেই হলো মজা ও বিনোদন। ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে এটাই আমরা করতে চাই। অবশ্যই আমরা চাইব বিনোদন দিতে। তবে দিনশেষে ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপুর্ণ। আমরা সেটির জন্যই মুখিয়ে থাকব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন