বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ভ্রাম্যমাণ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৪ এএম | আপডেট : ১২:১১ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের তুতবাগান এলাকায় আজ শুক্রবার ভোর ৬টায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরো ২ আরোহী। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার অটোরিকশাচালক জুলহাস মিয়া (৬০), অটোরিকশার যাত্রী দেবীদ্বারের সাইফুল ইসলাম (৩৩) ও আলমগীর হোসেন (২৭), বুড়িচংয়ের জহিরুল ইসলাম (৩৫) ও জালাল উদ্দিন (৩৭)। এই সময় আহত দু’জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, ভোরে ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত ২ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি আরো বলেন, এ মহাসড়কে ৩ চাকার সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আছে। পুলিশের ঁেচাখ ফাঁকি দিয়ে অনেক ভোরে যাত্রী পারাপার করতে গিয়ে পাঁচজনের প্রাণ গেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন