চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শাহিন আলী (২৪) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। নিহত চালক হচ্ছে- উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের তাসিক উদ্দিনের ছেলে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার মনাকষা বাজার ঈদগাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৪টার দিকে শাহিন আলী ভটভটি যোগে রহনপুর যাবার পথে মনাকষা বাজার ঈদগাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি চালক শাহিন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন