শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চতুর্থবার বিপিএল সেরা সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫২ এএম

বিপিএলের শেষটা রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। ফাইনালে একটুর জন্য হাত থেকে ফসকে গেল বিপিএল ট্রফি। উত্তেজনার ফাইনালে শেষ বলে ১ রানে হেরেছে সাকিবের বরিশাল। তবে আবারও বিপিএলে ছাড়িয়ে গেলেন সাকিব। দল সেরা হতে না পারলেও টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ফরচুন বরিশাল অধিনায়ক।

এবার নিয়ে বিপিএলের আট আসরের চারবারই সেরা হলেন এই অলরাউন্ডার। একাধিকবার ম্যান অব দা টুর্নামেন্ট হতে পারেননি আর কোনো ক্রিকেটার। এবার টুর্নামেন্টের শুরুটা সাকিবের জন্য ছিল মিশ্র। বল হাতে তিনি বরাবরই ধারাবাহিক। এবার বিপিএলের শুরু থেকেই ছিলেন সেই চেনা চেহারায়। তবে ছন্দ পাচ্ছিলেন না ব্যাট হাতে। পরে ঠিকই খুঁজে পান নিজেকে।

সব মিলিয়ে ১১ ইনিংসে ১৪৪.১৬ স্ট্রাইক রেটে ২৮৪ রান ও ১৬ উইকেট, এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর টুর্নামেন্ট সেরার লড়াইয়ে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাকিবের। সাকিব অবশ্য ম্যাচের পর বললেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনই তার কাছে বেশি কাঙ্ক্ষিত ছিল।

ফাইনাল শেষে সাকিব বলেন,‘আমার জন্য এটা ভালো টুর্নামেন্ট ছিল। তবে ম্যান অব দা সিরিজ হওয়ার চেয়ে ট্রফি উঁচিয়ে ধরতে পারলেই ভালো লাগত বেশি।’

এবারের আগে সবশেষ আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন আন্দ্রে রাসেল। সাকিব এবার নিজের জায়গা ফিরে পেলেন আবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওমর ছানি ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৪ এএম says : 0
সাকিব ভাইয়ের বরিশাল হেরে যাওয়ায় ভালো লাগলো না বিষয়টা
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন