স্পোর্টস ডেস্ক : বার্নলির সঙ্গে ড্র করা ম্যাচে বহিষ্কার হওয়ার পর এক ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছেন হোসে মরিনহো। আগামী রোববার সোয়ানসির মাঠে ইউনাইটেডের ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো। একই সঙ্গে দুটি ভিন্ন অপরাধের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের এই কোচকে ৫৮ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। গত শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বার্নালির বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচের দ্বিতীয়ার্ধে মরিনিয়োকে গ্যালারিতে পাঠিয়ে দেয়া হয়েছিল। রেফারিকে উদ্দেশ করে তিনি অপমানজনক কথা বলেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। ম্যাচ চলাকালে তার আচরণের জন্য ৮ হাজার পাউন্ড জরিমানা দিতে হচ্ছে মরিনিয়োকে। আর ৫০ হাজার পাউন্ড জরিমানা হয়েছে গত মাসে রেফারি অ্যান্টনি টেইলরকে নিয়ে অনুপযুক্ত মন্তব্য করার জন্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন