বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩২ এএম

রাজধানীর সায়েদাবাদ ফ্লাই ওভারের ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার ভোর সোয়া ৫টায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোশারফ হোসেনের স্বজন শাহ জামাল জানান, তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী। মাথায় করে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো বিক্রি করেন। ভোরে মাল বিক্রি করতে যাওয়ার সময় ছিনতাইকারী ছুরিকাঘাত করে সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে ফেলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরি দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার কাছে কী পরিমাণ টাকা ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

তিনি আরও বলেন, তিনি গেন্ডারিয়া এলাকায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর এলাকায়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সায়েদাবাদ ফ্লাইওভারের ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায় তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এতে তার মৃত্যু হয়। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন