শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ৯:০৪ এএম

নগরীতে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে মো. মামুন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার আকমল আলী রোডের মতন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকার মো. জামালের ছেলে। ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, মামুনের জেঠাতো বোনের সাথে স্বামী হাসানের বিচ্ছেদ হয় বেশ কবছর আগে। গতকাল হঠাৎ হাসান তার তালাক দেয়া স্ত্রীর কাছে আসে। এ সময় স্বামী-স্ত্রী (তালাক দেয়া) দুজনের মাঝে ঝগড়া হয়। ঝগড়া থামাতে গেলে এক পর্যায়ে ছুরিকাহত হন চাচাতো ভাই মামুন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে। অভিযোগ না পেলেও এ ঘটনার তদন্ত চলছে জানিয়ে ওসি মো. কবিরুল ইসলাম বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন