রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রেকর্ডে শেষ মিরাজের যুব বিশ্বকাপ

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : সাদমান অনিক, লিটন, মোসাদ্দেক সৈকত, সৌম্য সরকার, তাসকিনের মতো প্রতিভাময়ী ক্রিকেটার থাকতে ১৫ বছর বয়সী ছেলে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক! ২০১৩ সালে বিসিবি’র এমন সিদ্ধান্তের পেছনে জোর প্রস্তাবটা ছিল অস্ট্রেলিয়ান কোচ রিচার্ড ম্যাকিন্সের। অনূর্ধ্ব-১৯ দলের দারুণ ভবিষ্যতের কথা ভেবে মিরাজকেই অধিনায়ক হিসেবে পেতে চেয়েছিলেন তিনি। তবে তার এমন সিদ্ধান্তের রহস্যটা জানতে অপেক্ষা করতে হয়েছে বিসিবিকে তিন বছর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যে ছেলেটি ক্যারিয়ারে খেলেছেন ৫৬টি ম্যাচ, সেই ছেলেটিই কি না অধিনায়ক ক্যারিয়ারে কাটিয়েছেন ৪৮ টি ম্যাচ। বাংলাদেশ অনূর্ধ্ব-১০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি জয়টিও (৩৭টি) বাংলাদেশ পেয়েছে মিরাজের ক্যাপ্টেনসিতে।
আল শাহরিয়ার রোকন, নাফিস ইকবাল, মেহরাব জুনিয়র, মাহামুদুল হাসান, সোহরাওয়ার্দী শুভ’রা পারেননি যা, তাদের সাফল্যের সব রেকর্ড ছাপিয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই প্রথম বাংলাদেশ খেলেছে সেমিফাইনালে। ২০০৬ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ম স্থান ছিল বাংলাদেশের ইতোপূর্বের সেরা সাফল্য, সেই সাফল্যকে টপকে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হয়েছে তৃতীয়। ফতুল্লায় শ্রীলংকাকে স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েও তাই মিরাজ দারুন উৎফুল্লÑ ‘ফাইনালে উঠতে না পারায় মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। গত দেড় বছরে একটি দিন খারাপ যেতেই পারে। ওনারা (কোচারা) বলছেন তোমাদের হাতে একটা জিনিসই আছে, তা হলো থার্ড পজিশন। তৃতীয় হতে পারা আমাদের জন্য অনেক বড় অর্জন। কারন টেস্ট প্লেয়িং দেশগুলোর মধ্যে পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এতোদূর আসতে পারেনি এবার।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে কি ব্যাটিং, কি বোলিং, সেরা দশে বাংলাদেশের ব্যাটসম্যান শুধু শান্ত (১০ম), বোলারদের সেরা ১০ এ অবশ্য তিন জন বাংলাদেশী (সফিউদ্দিন যৌথভাবে তৃতীয়, শাওন, মিরাজ যৌথভাবে ৪র্থ)। আসরে একক নৈপূন্যে কেউ চমক দেখাতে না পারলেও শান্ত, সাইফউদ্দিন, শাওন গাজীর পারফরমেন্সকে ধন্যবাদ দিয়েছেন মিরাজÑ ‘শান্ত রান করছে, একটা সেঞ্চুরি আছে ওর। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছে সে। আমি ২৪১ রান করছি, সঙ্গে ১২টা উেইকেট পেয়েছি। এটাও আমাদের প্রাপ্তি। সাইফউদ্দিন ১৩ উইকেট পেয়েছে। গাজী ১২টা পেয়েছে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর এই দলের ক্রিকেটারদের পরিচর্যার আবেদনটা রেখে গেলেন মিরাজÑ ‘সবাই বলবে যে এই ব্যাচের ক্রিকেটাররা কিন্তু ভালো ক্রিকেট খেলোয়াড়। হারিয়ে যেতে দেওয়া যাবে না। বিসিবির ও বাংলাদেশের মানুষের আলাদা একটা চোখ থাকবে আমাদের উপর।’
১৯ স্পর্শ করতে এখনো মিরাজের বাকি ২৫৩ দিন। অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন খেলানো যায় মেহেদী হাসান মিরাজকে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকালকের শেষ ম্যাচকেই এই লেভেলের ক্রিকেটে বিদায়ী ম্যাচ বলছেন মিরাজ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে করেছেন অল রাউন্ড পারফরমেন্সÑ৩ উইকেটের পাশে ফিফটি। শেষ ম্যাচটিতে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৪ ইনিংসে ফিফটির রেকর্ডও (স্কটল্যান্ডের বিপক্ষে ৫১, নেপালের বিপক্ষে ৫৩ নট আউট, উইন্ডিজের বিপক্ষে ৬০ ও শ্রীলংকার বিপক্ষে ৫৩)। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যে অবদান রাখা এই অধিনায়ক এমন শেষকে স্মরণীয় বলছেনÑ ‘১৯ ক্যারিয়ার শুরু করেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ হলো সেই শ্রীলঙ্কার সাথে। শুরুটা সেঞ্চুরি দিয়ে করছিলাম, শেষটা ফিফটি আর ৩ উইকেট দিয়ে করলাম। দিনটি তাই আমার জন্য বিশেষ স্মরনীয় হয়ে থাকবে।’
যুবাদের দলে কর্তৃত্ব নিয়ে খেলেছেন, করেছেন কর্তৃত্ব নিয়ে অধিনায়কত্ব। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন দেখছেন মিরাজ। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে সেখানেও কর্তৃত্ব করতে সংকল্পবদ্ধ মিরাজÑ ‘সবারই লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা। আমি আরও বেটার খেলোয়াড় হয়ে জাতীয় দলে ডোমিনেট করে খেলতে চাই। আমার যে ভুলগুলো আছে সেগুলো শুধরে জাতীয় দলে পরিপূর্ণ ক্রিকেটার হয়ে ঢুকতে চাই। জাতীয় দলে যখন ঢুকব তখন যেন টানা দশ বছর ক্রিকেট খেলতে চাই, এটাই আমার লক্ষ্য।’


স্কোর কার্ড
অ-১৯ বিশ্বকাপ, ৩য় স্থান নির্ধারণী
বাংলাদেশ অ-১৯ বনাম শ্রীলঙ্কা অ-১৯
টস : শ্রীলঙ্কা অ-১৯, ফতুল্লা
শ্রীলঙ্কা ইনিংস রান বল ৪ ৬
মেন্ডিস এলবিডবিøউ ব মিরাজ ২৬ ৩১ ৩ ০
পেরেরা স্ট্যা.জাকের ব মিরাজ ৩৪ ৪৫ ৫ ০
অভিষেকা ফার্নান্ড ক জাকের ব মিরাজ ৬ ১৪ ০ ০
আসালাঙ্কা ক জাকির হালিম ৭৬ ৯৯ ৬ ১
আশান ক জাকির ব রানা ২৭ ৩২ ৪ ১
ভিসাদ ডি সিলভা এলবিডবিøউ ব শাওন ১০ ২১ ০ ০
ভানিদু ডি সিলভা ব শফিউদ্দিন ৩০ ৩৬ ২ ০
ড্যানিয়েল ব শফিউদ্দিন ০ ১ ০ ০
দামুথা সিলভা রান আউট (মেসাদ্দেক/জাকের) ০ ২ ০ ০
কুমারা ক শফিউদ্দিন ব হালিম ৩ ১১ ০ ০
আসিথা ফার্নান্ডো অপরাজিত ০ ০ ০ ০
অতিরিক্ত (লে.বা ২) ২
মোট (অল-আউট, ৪৮.৫ ওভার) ২১৪
উইকেট পতন : ১-৬০ (পেরেরা), ২-৬৩ (মেন্ডিস), ৩-৭০ (অভিষেকা ফার্নান্ড), ৪-১০৯ (আশান), ৫-১৩১ (ভিসাদ ডি সিলভা), ৬-১৮৬ (ভানিদু ডি সিলভা), ৭-১৮৬ (ড্যানিয়েল), ৮-১৮৭ (দামুথা সিলভা), ৯-২১৪ (আসালাঙ্কা), ১০-২১৪ (কুমারা)।
বোলিং : রানা ৭-১-৩৩-১, সফিউদ্দিন ৮-০-৪৮-২, মিরাজ ১০-২-২৮-৩, হালিম ৫.৫-০-২৬-২, শাওন ৮-০-২৩-১, মোসাব্বেক ৬-০-৩৮-০, শান্ত ৪-০-১৬-০।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
জয়রাজ ক পেরেরা ব দামুথা সিলভা ২৬ ৫৪ ২ ০
জাকির ব ফার্নান্ডে ০ ১ ০ ০
জাকের অপরাজিত ৩১ ৪৫ ৫ ০
শান্ত রান আউট (ফার্নান্ডো/ ভিসাদ ডি সিলভা) ৪০ ৫৭ ১ ০
মিরাজ রান আউট (দামুথা সিলভা/ভিসাদ সিলভা) ৫৩ ৬৬ ২ ১
শফিউল ক পেরেরা ব আশান ২১ ৩৭ ১ ০
শফিউদ্দিন রান আউট(কুমারা/ফার্নান্ডো) ১৯ ২৮ ১ ০
মোসাব্বেক ক মেন্ডিস ব আশান ১১ ৯ ১ ০
রানা অপরাজিত ১ ১ ০ ০
অতিরিক্ত (ব ২,লে বা২,ও ১১,নো ব ১) ১৬
মোট(৭ উইকেট, ৪৯.৩ ওভার) ২১৮
উইকেট পতন : ১-১(জাকির), ১-৪৯ (জাকের, রিটায়ার হার্ট অপরাজিত), ২-৫৯ (জয়রাজ), ৩-১৪৭ (মিরাজ), ৪-১৫৫ (শান্ত), ৫-১৮২ (শফিউল), ৬-২০০ (মোসাব্বেক), ৭-২১১ (শফিউদ্দিন)।
বোলিং : ফার্নান্ডো ৯-০-৪৯-১, কুমারা ৭.৩-০-৩৩-০, ভানিদু সিলভা ১০-২-২৫-০, আশালাঙ্কা ৬-০-২৩-০, দামিথা সিলভা ৬-১-৩০-১, আশান ৮-১-৩৯-২, মেন্ডিস ৩-০-১৫-০।
ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ অ-১৯)।

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ

ব্যাটিং ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
নাজমুল হোসেন শান্ত ৬/৬ ২৫৯ ১১৩* ৬৪.৭৫ ৮৩.৮১ ১/১
মেহেদী হাসান মিরাজ ৬/৫ ২৪২ ৬০ ৬০.৫০ ৮৩.১৬ ০/৪
জাকির হাসান ৬/৫ ১১৮ ৭৫* ৩৯.৩৩ ৮০.২৭ ০/১
জয়রাজ শেখ ৬/৬ ১৯২ ৪৬ ৩৮.৪০ ৬৪.৬৪ ০/০
সাইফউদ্দিন ৬/৪ ৭৫ ৩৬ ২৫.০০ ৭৩.৫২ ০/০
শফিউল হায়াত ১/১ ২১ ২১ ২১.২১ ৫৬.৭৫ ০/০
সাইফ হাসান ৫/৫ ৭৮ ৪৯ ১৫.৬০ ৪১.২৬ ০/০
পিনাক ঘোষ ৫/৫ ৭৫ ৪৩ ১৫.০০ ৬০.৯৭ ০/০
মোসাব্বেক হোসেন ২/২ ২৫ ১৪ ১২.৫০ ১১৯.০৪ ০/০
সাঈদ সরকার ৫/৩ ২৩ ১৬ ৭.৬৬ ১৪৩.৭৫ ০/০
সালেহ আহমেদ ৬/১ ১ ১ ১.০০ ১০০.০০ ০/০
জাকের আলী ১/১ ৩১ ৩১* ৩১.০০ ৬৮.৮৮ ০/০
মেহেদী হাসান রানা ৩/২ ১১ ১০* ০৫.০০ ১৩৭.৫০ ০/০
সনজিত শাহ ১/১ ২ ২* ০২.০০ ৬৬.৬৬ ০/০
বোলিং ম্যাচ/ইনি. উইকেট সেরা গড় ইকো. ৪/৫
সাইফউদ্দিন ৬/৬ ১৩ ৩/১৭ ১৪.৯২ ৪.১২ ০/০
মেহেদী হাসান মিরাজ ৬/৬ ১২ ৩/২৮ ১৭.৬৬ ৩.৭৫ ০/০
সালেহ আহমেদ শাওন ৬/৬ ১২ ৩/২৭ ১৩.৭৫ ২.৯৪ ০/০
আরিফুল ইসলাম ৩/৩ ৪ ২/৯ ১৫.২৫ ৩.০৫ ০/০
সাঈদ সরকার ৫/৫ ৩ ২/৩৯ ৩৭.৩৩ ৪.৪৮ ০/০
মেহেদী হাসান রানা ৩/৩ ২ ১/৩০ ৪৫.৫০ ৩.৯৫ ০/০
আব্দুল হালিম ৪/৪ ২ ২/২৬ ৩৬.৫০ ৪.০৯ ০/০
সনজিত শাহা ১/১ ০ - - ৩.৭৫ ০/০
মোসাব্বেক হোসেন ২/২ ০ - - ৪.৩১ ০/০
নাজমুল হোসেন শান্ত ৬/৩ ০ - - ৫.১৪ ০/০

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন