শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনামুক্ত হয়ে চট্টগ্রামে সিডন্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

শরীরে কোন রকমের উপসর্গ না থাকায় নির্ধারিত ১০ দিনের আগেই জেমি সিডন্সকে দলে যুক্ত করার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু তিনি এখনো কোভিড পজিটিভ থাকায় সেটা আর সম্ভব হচ্ছে না। তবে প্রোটোকোল অনুসরণ করে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেই যোগ দেবেন বাংলাদেশের ব্যাটিং কোচ। ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে চট্টগ্রামে যায় বাংলাদেশ দল। ঔদিনই সিডন্সকে দলের সঙ্গে যুক্ত করতে তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী অবশ্য জানিয়েছেন এতে শঙ্কার কিছু নেই, আজই দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স, ‘সিডন্সের আবার পজিটিভ এসেছে। প্রটোকল অনুযায়ী ১০ দিন পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আট দিন হয়ে গেছে। আর দুদিন পরে যোগ দিতে পারবে। টোকিও ২০২০ গাইডলাইন অনুযায়ী প্রথম পজিটিভ আসার ১০ দিন পর আর কোন পরীক্ষা ছাড়াই আইসোলেশন থেকে মুক্ত হয়ে এমনিতেই যোগ দিতে পারবেন। তার শরীরও সুস্থ আছে।’ সিডন্সও তার সুস্থতার কথা জানিয়েছেন , ‘আমি এখন একেবারেই সুস্থ আছে। সব কিছুই ঠিকঠাক।’
গত ১২ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন সিডন্স। বাংলাদেশের সাবেক প্রধান কোচ ব্যাটিং কোচের নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে এসেছিলেন গত ২ ফেব্রুয়ারি। এরপর বিপিএলের ম্যাচ ঘুরে দেখছিলেন তিনি। আফগানিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলের সঙ্গে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে তার। আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সিরিজের বাকি দুই ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন