রুশ বাহিনীর বিমান হামলায় সাতজন বেসামরিক জনগণ মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেন পুলিশ। কর্মকর্তারা বলছেন, ওডেসার বাইরে পোডিলস্কে একটি সামরিক ইউনিটে হামলায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে।
এছাড়াও মারিউপোল শহরে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৯ জন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ইউক্রেনে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেন বলছে, রাশিয়ার সামরিক যানবাহন উত্তরে বেলারুশ এবং দক্ষিণে ক্রিমিয়াসহ একাধিক স্থান দিয়ে দেশটিতে প্রবেশ করেছে। সূত্র: বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন