শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘বিদেশ সফরের ভয় কেটে গেছে’

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দেশের বাইরে বিচ্ছিন্ন সাফল্য আছে বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে নর্দাম্পটনে জয়, অস্ট্রেলিয়াকে কার্ডিফে হারানো, ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে জয়, শ্রীলংকার মাটিতে পাল্লেকেলেতে ওয়ানডে জয়, ত্রিনিদাদে ভারত এবং গায়ানায় দক্ষিক আফ্রিকাকে হারানোর মতো অতীত আছে বাংলাদেশের। এইসব বিচ্ছিন্ন সাফল্যকে ছাড়িয়ে বিদেশের মাটিতে নুতন বাংলাদেশের আর্বিভাব দেখেছে বিশ্ব। সম্পূর্ন ভিন্ন কন্ডিশন এবং অনভ্যস্ত উইকেটে নিজেদের মেলে ধরে অন্য এক বাংলাদেশ দল হাজির হতে পেরেছে ২০১৫ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপ থেকেই বিদেশের মাটিতে খেলার ভীতি কেটে গেছে বলে মনে করছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে লিংক পেন’স শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সাকিব সে কথাই বলেছেনÑ‘আগে বিদেশ সফরে গেলে আমরা ভয়ে থাকতাম। কেমন করি, চিন্তা থাকতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি সামনে ভালো কিছুই হবে।’
নিকট অতীতে নিউজিল্যান্ডের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজে ভাল করার দৃস্টান্ত নেই অস্ট্রেলিয়ারও। উপমহাদেশের দলগুলোর অবস্থা নিউজিল্যান্ডে একটু করুনই বটে। তবে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে ২০১৫ বিশ্বকাপে স্বাগতিক দলের বিপক্ষে আসরটিতে সর্বোচ্চ ২৮৮ করায় আগামী ডিসেম্বর-জানুয়ারীতে নিউজিল্যান্ড সফরে দারুন কিছু’র ভরসা পাচ্ছেন সাকিবÑ ‘ওখানে (নিউজিল্যান্ড) আমাদের জন্য সহজ হবে না। তাই নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতিটা ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প আছে, তা খুব কাজে দেবে। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।’ ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয় নিউজিল্যান্ড সফরে টনিক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সাকিবÑ‘আমরা টেস্ট ম্যাচ তেমন একটা জিতি না। এটা অনেক বড় ব্যাপার। এজন্য সবাই এখন গর্ববোধ করে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা। তবে এটা তো কেবল শুরু। সামনের দিনগুলোতে এমন জয় আরো আসবে।’
গতকাল লিংক পেন নামের একটি কলমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারার সাকিব আল হাসান। ভারতের কলকাতাভিত্তিক লিংক পেন অ্যান্ড প্লাস্টিক লিমিটেডের সঙ্গে সাকিবের চুক্তি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রহিত জালান, বিজনেস ম্যানেজার তপন কুমার বাগচি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন