শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নাটোরে কৃষক টাকা না পাওয়ায় সুগার মিলে আখ সরবরাহ বন্ধ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষকেরা টাকা না পাওয়ায় শনিবার সকাল থেকে আখ সরবরাহ বন্ধ রেখেছে। আখের অভাবে মিল বন্ধ রয়েছে। গত সাতদিনের টাকা একসাথে দেয়ার কথা থাকলেও মিল কর্তৃপক্ষ কৃষকদের টাকা দিতে গড়িমসি করায় সকল কৃষক আখ সরবরাহ বন্ধ করে দেয়। কৃষকদের দাবি সাত দিনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত মিলে আখ সরবরাহ বন্ধ থাকবে। এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক আব্দুল আজিজ বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব দ্রæত সময়ে এ সমস্যার সমাধান করা হবে। এদিকে গত বৃহস্পতিবার থেকে নর্থ বেঙ্গল সুগার মিলের ৮টি কৃষি ও বাণিজ্যিক খামারের দৈনিক হাজিরার প্রায় আট শতাধিক শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর, কৃষ্ণা, মুলাডুলি, নরেন্দ্রপুর, ভবানীপুর, বড়াল, মহিষ বাথান এবং নন্দা খামারের পাহারাদার ও দক্ষ শ্রমিকরা মজুরি বৃদ্ধি, নৈশভাতা বৃদ্ধি ও সপ্তাহে সাতদিন কাজের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে খামারসমূহের অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। শ্রমিকদের দাবি মিল কর্তৃপক্ষ না মানায় তাদের আন্দোলন অব্যাহত হয়েছে। গোবিন্দপুর খামারসহ বেশ কয়েকটি খামারের শ্রমিকরা জানায়, সাধারণ শ্রমিকের মজুরি বাড়লেও দৈনিক হাজিরার পাহারাদার ও দক্ষ শ্রমিকের মজুরি এখনো বাড়ানো হয় নি। তারা প্রতিদিন মাত্র ১৭৫ টাকা মজুরিতে কাজ করছেন। নৈশভাতা দেয়া হয় মাত্র পাঁচ টাকা। এছাড়া সপ্তাহে গড়ে ৩ থেকে ৪ দিনের বেশি কাজ পাওয়া যায় না। তাদের মজুরি বৃদ্ধি না হলে বউ, ছেলেপেলে নিয়ে মারাত্মক বিপদের সম্মুখীন হবেন তারা। এ ব্যাপারে কৃষ্ণা খামারের সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা খায়রুজ্জামান বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) খামার শ্রমিকদের আন্দোলনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারগুলো প্রশাসনকে অবহিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন