শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার হামলায় প্রথম দিনেই ইউক্রেনে নিহত ১৩৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৭ এএম

ইউক্রেনে স্থল, আকাশ এবং সমুদ্রপথে হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই হামলা শুরু হয়।

আক্রমণের প্রথম দিনে ইউক্রেনে নিহত হয়েছেন ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছেন। আহত হয়েছেন আরও ৩১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, রাশিয়ার হামলার মুখে প্রায় এক লাখ ইউক্রেনীয় তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছেন। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া ও মলদোভাসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
রাশিয়ার এই হামলার পর মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এদিকে ন্যাটো, ইইউ এবং জি৭ নেতারাও এই আক্রমণের নিন্দা করেছেন। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন