শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওমরার অনুমতি পেলো সাত বছরের শিশুরাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২১ পিএম

সউদী আরবের হজ ও ওমরার মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে সাত বছর বয়সী শিশুরাও ওমরা করার অনুমতি পাবে। সাত বছর বয়সী শিশুদের ওমরার অনুমতি পাওয়ার জন্য অবশ্যই তাওয়াককালনা অ্যাপের মাধ্যমে তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং অনুমতিপত্র ইতামার না অ্যাপস-এর মাধ্যমে নিতে হবে।

এর আগে সউদী হজ ও ওমরা মন্ত্রণালয় কেরোনা টিকার উভয় ডোজ নিয়েছে এমন ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওমরার অনুমতি দিয়েছিল।
এদিকে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির মহামারি প্রতিরোধক ও পরিবেশ সংরক্ষণ বিভাগের পরিচালক হাসান আল-সুওয়াহিরি বলেন, মসজিদে হারাম এবং অন্যান্য পবিত্র স্থানগুলিকে সবধরনের পোকামাকড় এবং অন্যান্য ক্ষতিকারক বস্তু থেকে রক্ষা করার জন্য অন্তত ২০টি টিম গঠন করা হয়েছে। তারা মসজিদে হারাম এবং অন্যান্য জায়গাগুলি পরিস্কার করার সাথে সাথে পোকামাকড়ও বিনাশ করে থাকে। সূত্র: আল আরাবিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Munsur ali ১৪ মার্চ, ২০২২, ৫:৩৫ এএম says : 0
আমি কি এবার সুযোগ পাব।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন