রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ ডেনিম এক্সপো ৮ নভেম্বর শুরু

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ ডেনিম এক্সপোর পঞ্চম আসর শুরু হচ্ছে ৮ নভেম্বর। দুই দিনব্যাপী এ প্রদর্শনী রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে প্রদর্শনীর আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, বিশ্বের প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী এ প্রদর্শনীতে অংশ নেবেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও চীন থেকে ডেনিম পণ্যের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সিইও, সোর্সিং ম্যানেজার, ডেনিম পণ্য নির্মাতা, ব্যবসায়ী এবং বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, ১৫ দেশের ৫৫ জন প্রদর্শক প্রদর্শনীতে অংশ নেবেন।
প্রদর্শকরা এ মেলার মাধ্যমে তাদের পণ্যের সহজলভ্যতা ও গুণগত মান বিশ্বের কাছে তুলে ধরবেন। এবারের প্রদর্শনীতে ‘ইমপ্রæভিং দি ইউনিট ইকোনমিকস অব আরএমজি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ’ ও ‘চুজ দি রাইট ওয়ে অব ডেনিম ওয়াশিং’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনটি প্যানেল ডিসকাশনের আয়োজন রয়েছে। এছাড়া ‘টোটাল কোয়ালিটি অ্যাসুরেন্স : এ ভ্যালু প্রোপজিশন’নামের একটি প্রযুক্তিবিষয়ক কর্মশালা থাকছে। সেমিনার, প্যানেল ডিসকাশন ও কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন। বাংলাদেশ ডেনিম এক্সপো ৮ নভেম্বর বেলা ১১টায় উদ্বোধন করা হবে। শুধু আমন্ত্রিত দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সুযোগ পাবেন। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন