শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১ মার্চ থেকে টিকা সনদ না পেলে ব্যবস্থা

ডিএনসিসি মেয়র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আগামী ১ মার্চ থেকে দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টিকা সনদ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া। গতকাল শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সূচনা কমিউনিটি সেন্টারে স্থাপিত ডিএনসিসির গণটিকা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, গণটিকা কার্যক্রমের আওতায় গত তিন দিনে ১ লাখ ২৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। আজও টিকা কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে। একজন লোকও টিকা কেন্দ্রে থাকা পর্যন্ত টিকা কেন্দ্র চালু রাখার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, কেউ যাকে টিকা বঞ্চিত না হয়। রাত যতই হোক উপস্থিত সবাইকে টিকা দিতে হবে। আতিকুল ইসলাম বলেন, দোকানের মালিক-কর্মচারীদের টিকা না নেয়া থাকলে ১ মার্চ থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানপাট বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, পর্যাপ্ত টিকা আছে। বিনা পয়সার টিকা না নেয়ার কোনও সুযোগ নেই। তিনি আরও বলেন, আগে কাগজপত্রের ঝামেলা ছিল। টিকাকেন্দ্রে যেতে ভয় পেতো। সেই সমস্যাও সমাধান করা হয়েছে। সবাইকে তিনি নির্ভয়ে টিকা নিয়ে সনদপত্র সংগ্রহ করার আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন