প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিসুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি মনে করে, দেশের পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণ আজ আস্থাহীন।
যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও তার সহযোগীরা তা তুলে আনতে সক্রিয় হবেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এই আশাবাদ প্রকাশ করেন।
তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যেই নির্বাচন কমিশনার হোক না কেন এক পক্ষ তার বিরোধিতা করবেই। সুতরাং বিরোধী পক্ষকে আস্থায় আনার জন্য ইসিকে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। আমরা আশা রাখি নতুন ইসি সে কাজ করতে সক্ষম হবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন