ইউক্রেনের ওখতিরকা শহরে রাশিয়ার আর্টিলারি (কামান) বাহিনীর হামলায় ইউক্রেনের ৭০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। রবিবার এই হামলা চালানো হয় বলে মঙ্গলবার জানিয়েছে ওখতিরকা কর্তৃপক্ষ। -বিবিসি
ওখতিরকা প্রশাসনের প্রধান দিমিত্রি ঝিভিতস্কি জানিয়েছেন, ওই হামলায় ইউক্রেন সেনাবাহিনীর একটি ইউনিট ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ খুঁজে বের করার কাজ করছে। তিনি বলেন, সেখানকার অধিকাংশ সেনা মারা গেছেন। এখন ওইখানে নিহত সেনাদের সমাধিস্ত করার কাজ চলছে।
বিপরীতে সেখানে বেশকিছু রুশ সেনার লাশ পড়ে আছে বলেও দাবি করেছেন এই প্রশাসক। তবে তার দাবি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন