শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর তিন দেশ : ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১০:১৩ এএম

ন্যাটোর তিন দেশ বুলগেরিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়া ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর গণমাধ্যম শাখার অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, প্রয়োজনে তারা পোল্যান্ডের বিমানঘাঁটি ব্যবহার করবে, সেখান থেকে ইউক্রেনীয় পাইলটরা সেগুলো দিয়ে অভিযান চালাবে।

এতে আরও বলা হয়, বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ যুদ্ধবিমান ও ১৪টি এসইউ-২৫ অ্যাটাক প্লেন, পোল্যান্ড ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান ও স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাচ্ছে।

এদিকে, আজ রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ের পাঁচ দিনে রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। সূত্র : তাস, পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Rafat Khan ২ মার্চ, ২০২২, ৫:১৮ পিএম says : 0
আশাকরি একটাও ফেরত যাবে না
Total Reply(0)
Mehedi Hasan ২ মার্চ, ২০২২, ৫:১৮ পিএম says : 0
পরাশক্তি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ? আর আমরা মহাযুদ্ধের ময়দানে গড়াগড়ি করছি, ১৮০ টাকা তৈলের লিটার নিয়ে
Total Reply(0)
Alif Nur Apun ২ মার্চ, ২০২২, ৫:১৮ পিএম says : 0
ইউরোপকে ধংশের মুখে ফেলে দিচ্ছে আমেরিকা তারা সেটা বুঝতেও পারছে না!!
Total Reply(0)
Md Rajib Biswas Razu ২ মার্চ, ২০২২, ৫:১৯ পিএম says : 0
আলহামদুলিল্লাহ। মুসলিমদের উচিৎ যুদ্ধ থেকে দূরে থাকা।
Total Reply(0)
MD Soheil Armaan ২ মার্চ, ২০২২, ৫:১৯ পিএম says : 0
পথিমধ্যে আবার রুশ কিংবা তার মিত্ররা উড়িয়ে না দেয়!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন