পটুয়াখালী জেলা বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ নেতা কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ২৫-৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি।
বুধবার সকালে ১০ টায় পটুয়াখালী শহরের কলেজ রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে সমাবেশ শুরুর আগে সরকার দলীয় লোকজন বিএনপি'র সমাবেশ স্থলে হামলা চালায় ।হামলার এক পর্যায়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি বলেন, ' সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেলের উপস্থিতিতে আয়োজিত সমাবেশ স্থলে ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা হামলা চালিয়ে পটুয়াখালি সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কাজী মাহবুব সহ আমাদের অন্তত২৫-৩০ জন নেতাকর্মীকে আহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির সাথে আলাপ করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।' বিএনপির সমাবেশ পন্ড হয়ে যায়।
এদিকে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান বলেন, 'হামলার সাথে আওয়ামীলীগের কোন সম্পৃক্ততা নেই। এটি বিএনপির অভ্যান্তীর কোন্দলের ফল। বিএনপির কোন জনসমর্থন নেই, তাদের কোন নেতৃত্ব নেই। কি দিয়ে তারা আন্দোলন করবে। তাইতো এখন এসব অভিযোগ করছে। '
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন