তৈল বিদুৎ গ্যাস চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে
বরগুনা জেলা বিএনপি'র আহবানে বুধবার দুপুর ২ টায় বরগুনা শহরে বিক্ষোভ মিছিল
শেষে পুরাতন লঞ্চঘাট এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল
(আব) এম এ আ: লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজগর হায়াৎ লিমন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, বিএনপি সিনিয়র নেতা এ জেড এম সালেহ ফারূক, জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজিব এছাড়া উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন