মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দশটি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে এম এ আজিজ স্টেডিয়াম প্রশিক্ষণ মাঠে এলিট পেইন্ট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ আগামীকাল থেকে শুরু হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো দু’টি গ্রæপে বিভক্ত হয়ে গ্রæপ লীগ পদ্ধতিতে প্রথম পর্ব খেলবে। এরপর প্রতিটি গ্রæপে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জনকারী দু’টি করে মোট চারটি দল সরাসরি লীগ পদ্ধতিতে সুপার ফোরে অংশ নেবে। এতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার্স আপ হবে। এছাড়া দুই গ্রæপের সর্বনি¤œ পয়েন্ট অর্জনকারী দু’দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্লে-অফ ম্যাচ। সেই ম্যাচে পরাজিত দল প্রথম বিভাগে অবনমিত হবে। গতকাল সিজেকেএস মিলনায়তনে সংবাদ সম্মেলনে হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান আবুল বশর এ তথ্য জানিয়েছেন। এ লীগের উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক রাবেজ আহমেদ। এবারের হ্যান্ডবল লীগে ২ লাখ ৩৫ হাজার টাকা বাজেটের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রæপ অব কোম্পানীজ দেড় লাখ টাকা বহন করছে। লীগে মোট খেলা হবে ২৭টি। সংবাদ সম্মেলনে হ্যান্ডবল কমিটির সম্পাদক আসলাম মোরশেদ লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের ডিজিএম আবুল কালাম আজাদ, সিজেকেএসের ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান, হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান খালেকুজ্জামান দাদুল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন