শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৬০ কেজিতে যুথির স্বর্ণ

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গতকাল থেকে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ৩২তম পুরুষ ও ৬ষ্ঠ মহিলা জাতীয় কুস্তি প্রতিযোগিতা। প্রথম দিনে মহিলা ৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জয় করেন বাংলাদেশ আনসারের যুথি। রৌপ্য পান বাংলাদেশ সেনাবাহিনীর শারমিন আক্তার এবং ব্রোঞ্জ পান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শিরিন আক্তার।
এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাসহ মোট ১৬টি ক্যাটাগরিতে বিভিন্ন জেলা দল, বিভাগীয় দল ও সার্ভিসেস দল থেকে মোট ১৫০জন কুস্তিগীর অংশগ্রহণ করছে। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন মোহাম্মদ গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ইফাদ মাল্টি প্রোডাক্টস লি. এর প্রতিনিধি ব্র্যান্ড কর্মকর্তা আতিকুর রহমান নাহিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন