রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুস্তাফিজের উন্নতিতে সন্তুষ্ট ওয়ালশ

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়ে চার মাসে মুস্তাফিজুরকে কাছে পাননি টেস্টে প্রথম ৫শ’ উইকেট শিকারী উইন্ডিজ লিজেন্ডারি কোর্টনি ওয়ালশ। সাসেক্সে খেলতে যেয়ে ইনজুরিতে পড়ে পরবর্তীতে কাঁধের টেলিস্কোপ সার্জারির কারণে মাঠে এখনো ফিরতে পারেননি এই বাঁ হাতি কাটার মাস্টার। পূর্নবাসন প্রক্রিয়ায় ফিট হতে এখনো অপেক্ষা করতে হবে মুস্তাফিজুরকে আরো অন্ততঃ ৬ সপ্তাহ। তবে পূর্নবাসন প্রক্রিয়ায় থাকা মুস্তাফিজুরকে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে পেতে উদগ্রীব বাংলাদেশ দলের বিশেষজ্ঞ বোলিং কোচ ওয়ালশ। সম্প্রতি বল হাতে নিয়েছেন মুস্তাফিজুর। তার উন্নতিতে আশ্বস্ত হয়েছেন ওয়ালশÑ‘আজকে (গতকাল) নিয়ে তিনদিন বোলিং করলো সে। যতটুকু দেখলাম ঠিকঠাকই মনে হচ্ছে। কাঁধে কিছুটা অসাড়তা আছে। তবে এটা তেমন কিছু নয়। প্রতিদিনই এখন অবস্থার উন্নতি হতে থাকবে। উন্নতি করার মধ্যে থাকবে। এখন সে সামর্থের ৫০ ভাগ দিয়ে বোলিং করছে। আজ (গতকাল) প্রথম তার সঙ্গে কাজ করলাম। খুব ভাল একটা দিন গেছে। আরও কিছুদিন বোলিংটা দেখতে হবে। আগামী কাল (আজ)সহ আরও দুদিন দেখার পর হয়তো আমি আরেকটু ভালভাবে বলতে পারব তার অবস্থাটা। তবে তার স্ট্যামিনা বেশ ভালই মনে হচ্ছে।’
নিউজিল্যান্ডে পেস বাউন্সি উইকেটের মুখোমুখি হতে হবে বলে এই সফরের আগেই মুস্তাফিজুরকে পুরোপুরি ফিট করে তুলতে চান ওয়ালশ- ‘তার ভাল উন্নতি দেখে আমি খুমি। আমি এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। দলের স্পেশাল একজন বোলার। এখন তার খেলায় ফিরে আসা জরুরী। পরিপূর্ণ ফিট হয়ে যেন খেলায় দ্রæত ফিরতে পারে সেদিকেই আমরা সচেষ্ট আছি। পূনর্বাসন চলছে, ফিজিও কাজ করছেন। পুরোপুরি নিজেকে ফিরে পাওয়ার পর তাকে নিয়ে ভালভাবে কাজ করার সুযোগ পাব।’
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে পেস বোলারদের দেখার সুযোগ পাননি কোর্টনি ওয়ালশ। স্পিন বান্ধব উইকেট তৈরি করে ইংল্যান্ডকে ফাঁদে ফেলতে চাওয়ায় পেস বোলাররা ওই সিরিজে থেকেছেন ব্রাত্য। তবে দলে যে সব পেস বোলার আছে,তাদের মেধাকে কাজে লাগানোর কথা ভাবছেন ওয়ালশÑ‘ইংল্যান্ড সিরিজে তো আমাদের পেস বোলারদের কোন সুযোগই হয়নি। তবে এই বিভাগে আমি যে মেধাগুলো দেখতে পাচ্ছি সেটা নিয়ে বেশ অনুপ্রাণিত। নিউজিল্যান্ডে হয়তো আমরা ভাল কিছু দেখতে পাব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন