শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সাদা বলে সাকিবের ৪০০

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০১ এএম

নিঃসন্দেহে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। আর কেন তা আরও একবার বুঝিয়ে দিলেন এ অলরাউন্ডার। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগান অধিনায়ক মোহাম্মাদ নবিকে তুলে নেওয়ার পথে প্রথম বাংলাদেশি বোলারদের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এ অলরাউন্ডার। তিনি ছাড়া ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি আছে আর কেবল আটজনের।
পরিসংখ্যানটা সহজই ছিল সাকিবের সামনে। একটি উইকেট পেলেই সীমিত ওভারের ম্যাচে ৪০০ উইকেট ক্লাবে যোগ দিবেন তিনি। নিজের দ্বিতীয় ওভারেই করে ফেলেন কাজটা। তার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট খেলার চেষ্টা করেছিলেন নবি। কিন্তু দুর্ভাগ্য তার, ঠিকঠাকভাবে বলে সংযোগ করতে না পারায় কভারে আফিফ হোসেনের সহজ ক্যাচ পরিণত হন আফগান অধিনায়ক। আর তাতে মাইলফলকে পা রাখতে সাকিবকে খেলতে হয়েছে ৩১৩ ম্যাচ। এরমধ্যে ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তার উইকেট সংখ্যা ১১৮। আর পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন ২১৮টি। সেখানে পেয়েছেন ২৮২টি উইকেট। সবমিলিয়ে ২৬.৫৯ গড়ে পান ৪০০ উইকেট। তাতে মোট ১৬বার পেয়েছেন কমপক্ষে ৪টি উইকেট করে উইকেট। ফাইফার রয়েছে ৪ বার। সাদা বলে অবশ্য সবচেয়ে সফল বোলার শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়াহ মুরালিধরন। ৩৬২ ম্যাচ খেলে পেয়েছেন ৫৪৭ ম্যাচ। তার পরেই আছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। ৩৫৬ ম্যাচে পান ৫০২ উইকেট। অবশ্য তিনি কেবল খেলেছেন ওয়ানডে সংস্করণ। তার সময়ে টি-টোয়েন্টি সংস্করণ চালু হয়নি। এছাড়া সাকিবের উপরে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি (৪৯৭ ম্যাচে ৪৯৩ উইকেট), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩১০ ম্যাচে ৪৪৫ উইকেট), পাকিস্তানের ওয়াকার ইউনুস (২৬২ ম্যাচে ৪১৬ উইকেট), শন পোলক (৩১৫ ম্যাচে ৪০৮ উইকেট), ব্রেট লি (২৪৬ ম্যাচে ৪০৮ উইকেট), চামিন্দা ভাস (৩২৮ ম্যাচে ৪০৬ উইকেট)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন