শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ইপিজেডে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে গত শনিবার চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ভয়েস -এর সহযোগিতায় চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী পরিচালিত এই চক্ষু ক্যাম্পে সিইপিজেডের তিন শতাধিক শ্রমিককে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এদের মধ্যে ২৮ জনকে চট্টগ্রামের লায়ন্স আই হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক মো: খুরশিদ আলম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি লায়ন্স ক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সিইপিজেডে বিনামূল্যে চোখের ক্যাম্প করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সিইপিজেড দেশের সর্ববৃহৎ ইপিজেড। এখানে প্রায় দুই লাখ শ্রমিক কর্মরত। বিনামূল্যে পরিচালিত এই চিকিৎসা ক্যাম্প চোখের সমস্যাক্রান্ত শ্রমিকদের খুবই উপকারে আসবে। তিনি শ্রমিক এবং তাদের পরিবারবর্গকে বিনামূল্যে চোখের অপারেশন এবং চোখের চিকিৎসাসেবা প্রদানের জন্য লায়ন্স ক্লাবকে অনুরোধ জানান। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা ৩১৫-বি ৪-এর গভর্নর লায়ন শাহ আলম বাবুল বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আর্ত-মানবতার সেবায় এটি কাজ করে যাচ্ছে। তিনি চোখের সমস্যায় আক্রান্ত শ্রমিকদের চিকিৎসাসেবা গ্রহণের অনুরোধ জানান এবং জটিল সমস্যায় আক্রান্তদের বিনামূল্যে উচ্চতর চিকিৎসা এবং অপারেশনের জন্য চট্টগ্রামের লায়ন্স আই হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন। এ সময় অন্যান্যের মধ্যে সিইপিজেড হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: আবু তসলিম, লায়ন ওসমান গণি, লায়ন শওকাতুল ইসলাম, লায়ন ইফতেখার সাইমুল চৌধুরী, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ভয়েসের প্রেসিডেন্ট লায়ন তপন এম চৌধুরীসহ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং বেপজার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন