শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির মহাসচিব এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফর স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল বলেছেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। প্রায় দুই বছর করোনায় স্থবির থাকা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে উঠেছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল, তেল, পিঁয়াজ ও চিনিসহ সবকিছুর মূল্য দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ স্বল্পআয়ের মানুষগুলো অসহায় জীবনযাপন করছে। সিন্ডিকেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে চাল, ডাল, তেল, পিয়াজ, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে এনপিপি মহাসচিব বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন