বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

| প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০৩ এএম

আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্প আয়ের। মহামারি করোনার ধাক্কা সামাল দিতে গিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন এমনিতেই চরম সংকটে। এর মধ্যে করোনা ভাইরাসের চেয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে তাতে করে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে স্বল্পআয়ের মানুষের নাভিশ্বাস উঠার উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। তাই সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অসাধু ও লোভী ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বাজার ব্যবস্থার সৃষ্টি করতে হবে। দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
সাকিবা আক্তার লাবণ্য
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২০ মে, ২০২২, ৫:২০ পিএম says : 0
দ্রব্যমূল্যের যতই দামি হোক না কেন প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ যারা করে তাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন