মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শাহাজালাল শান্ত (২৫) নামে চালক নিহত ও ৩ যাত্রী আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজালাল শান্ত টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শেওরাইন গ্রামের আব্দুর করিম মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কালিহাতি থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো ব ৩২-৩৮৪৩) মহাসড়কের ওই স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের সামনের অংশ ধুমরে মুচরে যায়। এতে চালক শান্ত ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ গিয়ে প্রাইভেটকারে থাকা আহত তিন যাত্রীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন