আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষে এখন বাংলাদেশ দলের দৃষ্টি দক্ষিণ আফ্রিকা সফরে। প্রোটিয়াদের মাটিতে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। তার আগে ক্রিকেটারদের প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের কারণে খেলার মধ্যেই ছিলেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজ চলাকালে ছায়া দল বাংলাদেশ টাইগার্সের হয়ে জোর প্রস্তুতি নিয়েছেন টেস্ট ক্রিকেটাররাও। সব মিলিয়ে বিসিবি এই প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টেস্টের খেলোয়াড়রা অবসর ছিল না, তাদেরও আমরা ব্যস্ত রেখেছিলাম। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। সেদিক দিয়ে প্রস্তুতি খুব ভালো।’
দক্ষিণ আফ্রিকা সফরে সব ক্রিকেটাররাই একসাথে যাবেন। প্রথম ওয়ানডে সিরিজ বলে টেস্ট দলের সদস্যরা চলে যাবেন কেপটাউনে, সেখানে প্রস্তুতি নেবেন গ্যারি কারস্টেনের ক্রিকেট একাডেমিতে। সেই প্রস্তুতিতে শাণ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও বাংলাদেশ দল ভালো পারফর্ম করবে, প্রত্যাশা জালাল ইউনুসের, ‘দক্ষিণ আফ্রিকায় দল দুইটা ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে। গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্তুতি নিবে। আমি মনে করি এটা খুব কাজে দিবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্তুতির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তবে আমরা খুব সহজ হতে দিব না। আমরা সেরা ক্রিকেট খেলার সেরা চেষ্টা করব।’
আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির কয়েকজন ক্রিকেটারকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না। তাতে হয়ত পাওয়া যাবে না পূর্ণ শক্তির প্রোটিয়াদেরও। তবে এ বিষয়ে উদ্বিগ্ন নয় বিসিবি। জালাল ইউনুস জানান, ‘এটা তাদের ব্যাপার। কে খেলছে না খেলছে আমরা দেখছি না, এটা আমাদের ইস্যু না। যারাই খেলবে তারা দক্ষিণ আফ্রিকাকেই প্রতিনিধিত্ব করবে। সেদিকেই মনোযোগ রাখতে হবে যে আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন