ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর বাজারে আজ সকাল সাড়ে নয়টায় মালবাহী ট্রলির ধাক্কায় কন্যা শিশু তাসমিয়া (৬) নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ আদাখোলা গ্ৰামের প্রবাসী এনামুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর বাজারে মঙ্গলবার সকাল ৯.৩০ উত্তম বাজার সড়কে তাসমিয়াকে মালবাহী স্যালো ট্রলি ধাক্কা দেয়।এতে তাসমিয়া গুরুতর আহত হয়।আশংকাজনক অবস্হায় স্হানীয়রা উদ্ধারকরে প্রথমে তাকে রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়,পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে রাজাপুর থানার সাব ইন্সপেকটর মোঃ হেলাল জানান- ঘাতক টলি ও চালককে আটকের চেস্টা চলছে।শিশুটি এখনো হাতে পায়নি,তবে ময়নাতদন্ত হবে এবং মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন