পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ার বানেশ্বর বাজারের ম্যাডোনা স্পেশাল কেয়ার নামক একটি হারবাল কোম্পানির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান এ আদেশ দেন। খোঁজ নিয়ে জানা যায়, বানেশ্বর বাজারের উত্তর পাশে ইসাহক আলীর তিন তলা ভবনের সানোয়ার হোসেন সানু ভনটির দুইটি তলা ভাড়া নিয়ে ম্যাডোনা স্পেশাল কেয়ার নামক একটি প্রসাধনী কারখানা পরিচালনা করছিলেন। কিন্তু ওই কারখানাটিতে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ উপায়ে নি¤œ মানের প্রসাধনী উৎপাদন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কারখানা মালিকের ছেলে মিলন হোসেন (২৫) কে আটক করা হয়। এ ব্যপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান জানান, এই কারখানাটিতে মানুষের ব্যবহারের জন্য স্পট ক্রিম, লোসন ও ফ্রেস ওয়াস নামের তিনটি পণ্য তৈরি করা হয়। পণ্যগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। ল্যাবের রিপোর্ট অনুযায়ী পারোতের পরিমাণ থাকার কথা ‘কিলো ১’ কিন্তু এই কারখানার পণ্যগুলোতে পারোতের পরিমাণ ‘কিলো ৩০’ যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়াও আদালত পরিচালনার সময় সরকারি কাজে কারখানাটির মালিক সানোয়ার হোসেন সানু কোনো প্রকার সহযোগিতা করেন নি তাকে বার বার ডাকার পরেও তিনি কারখানাটিতে আসেন নি। তিনটি পণ্যের নমুনা আবারো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পণ্যগুলোর রির্পোট না আসা পর্যন্ত কারখানাটি সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআইএর উপ-পরিচালক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন