ঢাকার ধামরাইয়ে একটি তুলার গোডাউনে আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
আজ বুধবার(৯ মার্চ) ৯ টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৯ টার দিকে ধানতারা বাজারে একটি তুলার গোডাউন কাজ করার সময় মেশিনের ঘর্ষনে আগুন লেগে যায়। পরে সেই আগুনে গোডাউনে থাকা তুলা এবং অন্যান্য মালামাল পুরে গেছে। তবে জানমালের বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
বাজারের দোকানদাররা বলেন, সকালে হঠাৎ করে তুলার গোডাউন থেকে হইচই শব্দ আসে। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়ে স্থানীয় লোকজন আগুন নিভাতে এগিয়ে যায় নি। ধারণা করা হয়েছিল বিদ্যুৎ এর শর্টশার্কিট থেকে আগুন লেগেছে।
তুলার গোডাউনের মালিক বদির উদ্দিন বলেন, গোডাউনের তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।তবে কর্মরত কোন শ্রমিকের বা পাশের দোকানের ক্ষতি হয় নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, সকাল ৯ টার দিকে আগুনের ঘটনা ঘটে। আমরা জানার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।প্রায় দুই ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন