বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত রোববারের তুলনায় গতকাল ৩৫ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। এ ছাড়া ডিএসইতে মূল্যসূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে ৬৩৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৬৮ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে ১৬৫ কোটি ২৩ লাখ টাকার বা ৩৫ দশমিক ২৫ শতাংশ লেনদেন বেড়েছে।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পয়েন্ট ১৬ দশমিক ৭৯ বেড়ে ৪৬৮৯ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে রোববার ০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছিল। ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২৫টি কোম্পানির দর কমেছে এবং ৫২টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের ২১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শাশাঁ ডেনিমস। লেনদেনে এরপর রয়েছেÑ ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস, বিকন ফার্মাসিটিক্যালস, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার, আরগন ডেনিমস, এমজেএল বাংলাদেশ ও কেপিসিএল।
অন্য দিকে, সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৪ কোটি ৫৬ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮১৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৯৭টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, বিকন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, খুলনা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, আইপিডিসি এবং বিএসআরএম লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন