রুশ সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনে নারী ও শিশুসহ আরও সাত জন নিহত হয়েছেন। দু’টি পৃথক শহরে রুশ সেনাদের চালানো ওই হামলায় তারা প্রাণ হারান। এদিকে পূর্ব ইউরোপের এই দেশটির একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এই ঘটনাকে তিনি ‘ভয়ঙ্কর’ বলে আখ্যায়িত করে এখনই বক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন। -বিবিসি
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, বুধবার দেশটির খারকিভ শহরের কাছে একটি আবাসিক ভবনে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। এতে চারজন নিহত হন এবং নিহতদের মধ্যে দুইজনই শিশু। বুধবার রাতের আঁধারে এই হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছে তারা। বিবিসি বলছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বে খারকিভ শহরের কাছে অবস্থিত স্লোবোজানস্কে গ্রামে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস আরও জানিয়েছে, রুশ হামলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয় এবং ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে রাতভর গোলাবর্ষণ করেছে রুশ সামরিক বাহিনী। হামলায় সুমির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকায় কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, নিহত তিনজনের মধ্যে একজন ১৩ বছর বয়সী বালক এবং বাকি দুইজন নারী।
আঞ্চলিক প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিতস্কি জানিয়েছেন, বুধবার মধ্যরাতের পরপরই রুশ সেনারা বোমাবর্ষণ শুরু করে। হামলায় আবাসিক এলাকাগুলোর পাশাপাশি গ্যাস পাইপলাইনের মতো স্থাপনাতেও আঘাত করেছে। এদিকে ইউক্রেনের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এই ঘটনাকে তিনি ‘ভয়ঙ্কর’ বলেও আখ্যায়িত করেছেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় আন্তেনিও গুতেরেস বলেন, ‘বেসামরিক মানুষ এমন একটি যুদ্ধের জন্য চড়া মূল্য দিচ্ছে যার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই অর্থহীন সহিংসতা বন্ধ করতে হবে। এখনই রক্তপাত বন্ধ করুন।’
ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া ওই হাসপাতালে এমন এক সময়ে হামলা করেছে যখন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। হামলায় কমপক্ষে ১৭ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে শিশু ও অন্যরা আটকা পড়েন। বুধবার ইউক্রেনের মারিউপোল শহর কর্তৃপক্ষ অভিযোগ করে, রুশ দখলদার বাহিনী শহরের একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছে। কর্মকর্তারা জানান, হামলায় শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও বার্তাসংস্থা এপি পরে জানায়, রুশ বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
এদিকে মারিউপোল শহরে শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি এক টুইটে বলেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।পরে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশন আসলে কি ধরনের দেশ যে তারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালগুলোকেও ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে? তিনি আরও বলেন, প্রসূতি হাসপাতালে কেউ কি রাশিয়ার সমালোচনা করেছে? যদি না করে থাকে তাহলে এটি (হামলা) কি ছিল? হাসপাতালে নাৎসীবাদ দূর করার কি আছে?
এর আগে ইউক্রেনে অভিযান পরিচালনার কারণ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি থেকে নাৎসীবাদ দূর করার কথা বলেছিলেন। মূলত প্রেসিডেন্ট পুতিনের সেই কথার দিকেই ইঙ্গিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেন। জেলেনস্কি বলেন, এটি ইতোমধ্যেই নৃশংসতার বাইরে। হানাদার সেনারা মারিউপোল শহরে যা করছে তা ইতোমধ্যেই নৃশংসতার থেকেও বেশি। রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, যা মূলত আমাদের দেশে হানাদারদের নিয়ে আসা সকল মন্দকে প্রতিফলিত করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন