রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্বিতীয় রাউন্ডে রুবেল-ফারুক

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিসে বাংলাদেশের রুবেল হোসেন ও ফারুক দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। গতকাল রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের বালক এককে রুবেল ৬-৪, ৬-১ পয়েন্টে ভারতের শ্রীনিভাসান শ্যামসুন্দরকে এবং ফারুক ৬-৩, ৬-২ পয়েন্টে ভারতের চিন্ময় বমশিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। অন্য খেলায় থাইল্যান্ডের ওয়ানচাইহানা পাসিতওয়াসান বাংলাদেশের কাউসার আলীকে, ভারতের ঋষিকৃষ্ণা বাংলাদেশের সাকিবকে, কোরিয়ার কি বুম কিম চীনের গুয়ানসেন ওয়েনকে, কোরিয়ার জং হো সিন চীনের গুয়ানলিন ওয়েনকে, ভারতের প্রভাব আগারওয়াল কোরিয়ার নিথিকর্নকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন। এছাড়া মালয়েশিয়ার নউফল সিদ্দিক চীনের জেং সেন হানকেকে, ভারদের গুনজন জাদেভ শাও ইয়ান ওয়ানকে, ভারতের সিদ্ধার্থ মাহেলা বাংলাদেশের নীল সরকারকে, বারতের জয়ভিন সিদানা বাংলাদেশের মেহেদী হাসানকে, ভারতের সারাং পাদসিশ ইসতিয়াককে, কোরিয়ার জংহান লি বাংলাদেশের মাহিন রেজা খানকে, ভারতের রবিত কৃষ্ণা বাংলাদেশের নাইমুল ইসলামকে, এবং ভারতের প্রসেশ বাবু বাংলাদেশের স্বাধীন হোসেনকে হারান। টুর্নামেন্টের বালিকা এককে ভারতের গৌরি ভাগিয়া বাংলাদেশের শাহ সাফিনা লাতমিকে, ফিলিপাইনের বি ফ্রাঞ্চেস অচেন ভারতের মুসকান রঞ্জনকে এবং চীনের চ্যাংজি গাও বাংলাদেশের নাদিয়া ইসলামকে হারান।
এশিয়ান নেশনস কাপ দাবা
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান নেশনস্ কাপ (অনূর্ধ্ব-১৪) দলগত দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ পেয়েছে ২ পয়েন্ট। গতকাল সকালে চিনের জিয়াঝিং শহরে বাংলাদেশ ৪-০ পয়েন্টে মালদ্বীপকে হারায়। বাংলাদেশের নাঈম হক, অমিত বিক্রম রায়, দানিয়েল মুরাদ ও নোশিন আঞ্জুম মালদ্বীপের ইয়ামিন ইয়োসাও মোহাম্মদ, হাসান জাইন মোহাম্মদ, হোসেন মোহাম্মদ নিবাল নাসের ইয়ানিল আলীকে হারান। কিন্তু বিকালে তৃতীয় রাউন্ডে ইরাকের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। নাইম ইরাকের রাবিয়া সাবাহ নোরীকে হারালেও এবং মুরাদ আমের দাফার আব্দুল আমেরের সঙ্গে ড্র করেন। অমিত আহমেদ জাজা জামিলের এবং সাদনান হাসান দিহান মোয়াজাদ দাহির হাবিরের কাছে হার মানেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন