চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি বাজারে র্যাবের একটি দল অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহার নামীয় পলাতক আসামী রাশেদ আলী ও মিজানুর রহমাকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারে অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তি রাশেদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট পুরানটোলা গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে ও মিজানুর রহমান একই উপজেলার একই ইউনিয়নের নিচুধুমি গ্রামের মৃত সাজ্জাদ মাস্টারের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন