খুলনায় ৬ দিন পর অপহৃতা এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার তাকে নগরীর নতুন বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময়ে র্যাব অপহরণকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অপহরণকারী হল মো: সোহাগ শিকদার।
আজ বুধবার বিকালে র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, অপহৃতা খুলনার একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে অপহরণকারী সোহাগ তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত। প্রস্তাবে সড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয় সোহাগ। ১৬ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে টুটপাড়া এলাকা হতে ওই শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে সোহাগ। এঢ়টনায় শিক্ষার্থীর বাবা মা র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দেন। র্যাব শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব জানতে পারে সোহাগ ওই শিক্ষার্থীকে নিয়ে নগরীর নতুন বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করে। তাদের দু’জনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন