বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ৩:১৪ পিএম

বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যপুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১০ জনই নারী।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও থানে জেলার মাঝামাঝি একটি উপশহরের নাম নাভি মুম্বাই। নাভি মুম্বাইয়ের রাবালে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘নাভি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় শুক্রবার কয়েকজন নারী-পুরুষ এসেছিলেন। তাদের মধ্যে একটি বিবাহিত যুগলও ছিলেন এবং রেস্তোরাঁয় তারা সেই যুগলের বিবাহবার্ষিকী পালন করেন।’
‘তাদের আচার-আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রেস্তোরাঁ থেকে আমাদের কাছে ফোন আসে। আমরা তাদের অনুসরণ করে থানের একটি বাড়িতে মোট ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষের সন্ধান পাই। ভারতে বসবাসের বৈধ কাগজপত্র ও নথি দেখাতে না পারায় তাদেরকে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ এবং পাসপোর্ট রুল, ১৯৫০’র আওতায় গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারদের সম্পর্কে আর বিস্তারিত তেমন কিছু বলেননি ওই পুলিশ কর্মকর্তা; কেবল বলেছেন, এই বাংলাদেশিরা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন