শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনারগাঁয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১১।

রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব-১১এর এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলা থেকে আখিঁ হত্যার একমাত্র আসামী সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১। জানায়, অভিযুক্ত স্বামী সাইদুলকে জিজ্ঞাসাবাদে র‌্যাব-১১ জানায় সে মাদকাসক্ত ছিল এবং বিয়ের পর পরকীয়ায় সন্দেহে ভিকটিম আঁখির সাথে পারিবারিক কলহে লিপ্ত হতো। এই পারিবারিক কলহের এক পর্যায়ে গত বৃহস্পতিবার আনুমানিক রাত ১০: ৩০ ঘটিকার সময় ভিকটিম আঁখিকে শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে মারাক্তক জখম করে। এসময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে সাইদুল দৌড়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য যে, প্রায় ১৫ বছর আগে সাইদুলের সঙ্গে পারিবারিকভাবে আখির বিয়ে হয়। তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় নিহত আঁখির বাবা ইব্রাহীম প্রধান বাদী হয়ে ঘাতক স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত ঘাতক সাইদুল পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। আঁখি একই ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইব্রাহীম প্রধানের মেয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন