চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটী নামক স্হানে চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক এস.এস.সি. পরীক্ষার্থী সাইফ অাহম্মেদ (১৬) নিহত হয়েছে। নিহত সাইফ হাজরাহাটীর মরহুম শরিফ আহম্মেদের ছেলে ও নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি. পরীক্ষার্থী ছিলো।
আজ রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, সাইফ মোটরসাইকেল চালাতে গেলে হাজরাহাটীতেই সে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মেরে গুরুতর অাহত হয়। তাকে তার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ দুর্ঘটনার ব্যাপারে কারর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন