শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দু’দিনব্যাপী অনুষ্ঠিত অনূর্ধ-১৮ অকো ট্যাক্স-বিকেএসপি কাপ-২০১৬ এর ফাইনালে বিকেএসপি লাল দল ৫৪-৪২ পয়েন্টে চিটাগং ডিএসএ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। মোস্ট ভেলুয়েবল প্লেয়ারের পুরস্কার পান টিটাগং ডিএসএ’র কামরুল ও ফাইনালের সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পান বিকেএসপি লাল দলের রুশো। খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান অকো-ট্যাক্স গ্রæপের সিনিয়র এজিএম জনাব গিয়াস উদ্দিন আহমেদ ও বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মোশারফ হোসেন মোল্লা ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন