শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অধিনায়কত্ব ছাড়ছেন কুক?

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে সফলতম নাম অ্যালিস্টার কুক। সাদা জার্সিতে দশ হাজারি ক্লাবের একমাত্র ইংলিশ তো তিনিই। আজ ভারতের বিপক্ষে রাজকোটে টসে নামলে নতুন উচ্চতায় উঠবেন তিনি। মিচেল আথারটনকে টপকে ইংল্যান্ডকে সর্বোচ্চ ৫৪টি টেস্টে নেতৃত্ব দেয়ার গৌরব গায়ে মাখবেন কুক। এরই মধ্যেই দিয়ে রেখেছেন একটা আভাস। ভারত সফরের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।
ঘোষণাটা অবশ্য স্পষ্ট নয়। তবে ইঙ্গিতটা তেমনি। ক্রিকেটার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আমি এটা (অধিনায়কত্ব) কতদিন চালিয়ে যাব। এটা হতে পারে দুই মাস, হতে পারে এক বছর।’
২০১০ সালে বাংলাদেশ সফরে অ্যান্ড্র স্টাউসের অনুপস্থিতিতে প্রথম অধিনায়কত্বের স্বাদ পেয়েছিলেন কুক। তবে পাকাপাকিভাবে দলের দায়িত্ব পান ২০১২ সালে। এরপর দলের ২৪টি জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরের মাটিতে তার নেতৃত্বেই দুইবার অ্যাসেজ জেতে ইংল্যান্ড। ১৩৫ টেস্টে তার ১০ হাজার ৬শ ৮৮ রান কোন ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ। ৩১ বছর বয়সী বলেন, ‘আমি সেই দিনটির অপেক্ষায় আছি, যেদিন ইংল্যান্ডের হয়ে কেবল একজন সাধারণ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন