চট্টগ্রামের আনোয়ারায় ট্রলির চাকায় মো. কাইয়ুম নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় আনোয়ারা-বরকল সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কাইয়ুম উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মো. কাইসারের পুত্র। স্থানীয়রা জানায়,সড়ক পারাপারের সময় নিয়ন্ত্রণহীন একটি ট্রলিগাড়ীর কাইয়ুমকে ধাক্কা দিলে আহত অবস্থায় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীক্ষা চৌধুরী বলেন, বুধবার সকাল ১০ টার পর আহত অবস্থায় কাইয়ুম নামে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে। আমরা ইসিজি করে দেখলাম শিশুটি মারা গেছে। পরে স্বজনরা শিশুটির মরদেহ নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন