শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এশিয়া কাপের জমজমাট লড়াই শুরু ২৭ আগস্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৫:২১ পিএম

এশিয়ার দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপের মর্যদার লড়াই। শ্রীলঙ্কায় এশিয়া কাপের এবারের আসর আগামী ২৭ আগস্ট থেকে মাঠে গড়াবে। ১১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এদিকে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এবারের এশিয়া কাপটি ২০ ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ার সেরা পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে।

এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল। তবে এশিয়া কাপের ক্রীড়াসূচি এখনও প্রকাশিত হয়নি। ফলে টি-২০ বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে হবে সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ক্রিকেট-ভক্তরা।

এশিয়া কাপে ভারত সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার রানার-আপ। শ্রীলঙ্কা খেতাব জিতেছে ৫ বার। পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন