শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

তবুও শ্রীহীন বিসিএল’র দ্বিতীয় রাউন্ড আজ থেকে

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণীর আসর জাতীয় লীগের গায়ে শুরু থেকেই পিকনিক আসরের লেবেল লেগে যাওয়ায় ২০১৩-১৩ মৌসুমে প্রবর্তন করা হয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। তবে সকল ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত করে সুবিধাজনক শ্লটে এই আসরটি আয়োজনের অঙ্গীকার থেকে সরে দাঁড়িয়েছে বিসিবি। জাতীয় দলের ১৪ ক্রিকেটার ছাড়াও কোচ হাতুরুসিংহের প্রস্তাবনায় সেরা ১৪ জনকে বাদ দিয়ে শুরু হওয়া আসরটি দ্বিতীয় রাউন্ডে এসেই বড় ধরনের ধাক্কা খেয়েছে। তারকাদের বাইরে রেখে শুরু করা আসরটি জাতীয় দলের এশিয়া কাপ অনুশীলনের জন্য দ্বিতীয় রাউন্ডের পর হয়ে যাচ্ছে স্থগিত। তারপরও আজ নামকাওয়াস্তে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় রাউন্ড। আগামী ২২ জানুয়ারীতে দ্বিতীয় রাউন্ড সম্পন্ন হওয়ার পর পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে ১৯ ফেব্রæয়ারী পর্যন্ত। আজ থেকে দ্বিতীয় রাউন্ডে অনুষ্ঠেয় ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বিসিবি নর্থ (১ ম্যাচে ১৮ পয়েন্ট) মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট (৮ পয়েন্ট) এর সঙ্গে। রাজশাহীর শহীদ চান্দু স্টেডিয়ামে আজ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলায় ওয়ালটন সেন্ট্রাল জোন (১০ পয়েন্ট) খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন